13954

04/23/2025 ২২ বছর পর ফিরলেন ‘লগান’ অভিনেত্রী

২২ বছর পর ফিরলেন ‘লগান’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

৮ জুলাই ২০২৩ ১৬:১৭

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘লগান’ ছবিটি অন্যরকম এক জায়গা দখল করে আছে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রতিটি চরিত্র এখনো দর্শক মনে উজ্জ্বল।

সাদা গাউন পরিহিতা সেই ব্রিটিশ এলিজাবেথ চরিত্রটিকেও ভুলে যাননি দর্শক, যে গোপনে ভুবনকে ক্রিকেট দল তৈরিতে সাহায্য করেছিল। ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি।

আমির খান অভিনীত এবং আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘লগান’ ছবির জন্যই এই অভিনেত্রীকে মনে রেখেছেন ভারতীয় দর্শক। কিন্তু দুঃখের বিষয় এরপর আর কোনো ভারতীয় ছবিতে তাকে দেখা যায়নি।

দীর্ঘ ২২ বছর পর আবার বলিউডে প্রত্যাবর্তন করছেন রেচেল। সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’তে অভিনয় করেছেন তিনি।

থ্রিলার ঘরানার এই সিরিজে রেচেলকে বেছে নেওয়ার কারণ খোলাসা করেছেন পরিচালক। সুদীপ জানিয়েছেন, তিনি এমন একজন ব্রিটিশ অভিনেত্রীর সন্ধানে ছিলেন যিনি ভারতীয় শুটিং সংস্কৃতির সঙ্গে পরিচিত। পরিচালকের কথায়, ‘আমাদের সিরিজের বাজেট কম ছিল। বড় মাপের কোনো বিদেশি অভিনেত্রীকে নির্বাচন করা কঠিন ছিল। এখানে কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল বলেই ওকে প্রস্তাব দিই।’

বিয়ের আগে পাঞ্জাবে একজন প্রবাসী ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর ঘনীভূত রহস্য এই সিরিজের মূল উপজীব্য। আগামী সপ্তাহে ভারতের একটি প্রথম সারির ওটিটি মাধ্যমে মুক্তি পাবে সিরিজটি। রেচেল ছাড়াও এতে রয়েছেন বরুণ সোবতি, হরলীন শেট্টি, বরুণ বাডোলা প্রমুখ।

‘লগান’ ছাড়াও রেচেল অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘লাইটহাউস’, ‘দ্য কলিং’ ইত্যাদি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]