13968

04/20/2025 অসুস্থ সালামকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

অসুস্থ সালামকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

৮ জুলাই ২০২৩ ২০:৪৩

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ এপ্রিল) গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান তিনি। প্রায় একঘণ্টা সেখানে অবস্থান করেন।

মির্জা ফখরুল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গত বৃহস্পতিবার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করলে রাত ১১টার দিকে সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]