13986

04/23/2025 বাংলা ছবির পোস্টার নকল করল রণবীরের ‘অ্যানিমেল’

বাংলা ছবির পোস্টার নকল করল রণবীরের ‘অ্যানিমেল’

বিনোদন ডেস্ক

৯ জুলাই ২০২৩ ১৭:১৭

সাম্প্রতিক সময়ে রিমেকের জোয়ারে ভাসছে বলিউড। এ নিয়ে সমালোচনার অন্ত নেই। কিন্তু এবার যেন সব সীমানা পেরিয়ে গেল। ভারতীয় বাংলা ছবির পোস্টার একদম হুবহু নকল করল বলিউড অভিনেতা রণবীর কাপুরের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’।

মাস কয়েক আগেই কলকাতার নির্মাতা ও অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার নতুন ছবি ‘পারিয়াহ’র। এরপর প্রকাশ্যে এসেছিল বিক্রমের ফার্স্টলুক। হাতে একটি কুকুরছানা, রক্ত, ছেঁড়া ফাটা পোশাকে বিক্রমকে একেবারেই অন্যরকম লাগছিল।

গতকাল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেল। একদম হুবহু কপি, বাদ পড়েনি কিছুই। পার্থক্য শুধু রণবীরের এক্সপ্রেশনে।

১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীরের নতুন ছবির ট্রেলার। তার আগেই বাংলা ছবি থেকে এহেন কপি দেখে নিতান্তই অবাক সিনেপ্রেমীরা। এদিকে, ‘পারিয়াহ’ এর শুটিং শেষ। সেই ছবিও পর্দায় আসতে আর বেশি বাকি নেই।

আগামী দিনের বলিউড ছবি নিয়েই হিন্দি সিনেমার একটি নামকরা অ্যাওয়ার্ড প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু বাঙালিদের নজর এড়ায়নি এই বিষয়। তারাও কমেন্ট বক্সে সন্দেহ প্রকাশ করেছেন। ডাক দিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়কেও। অবশ্য কেউ কেউ এটাকে এডিট বলেও সম্বোধন করছেন।

প্রসঙ্গত, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির পর ‘অ্যানিমেল’ দিয়েই বড় পর্দায় ফিরছেন রণবীর। দিন কয়েক আগে প্রকাশিত টিজারে একদম খুনে মেজাজে দেখা গেছে তাকে। এতে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অন্যদিকে, ‘পারিয়াহ’ ছবিতে বিক্রমের বিপরীতে রয়েছেন অঙ্গনা রায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]