14042

04/23/2025 ‘নগ্ন হতে পারব না, তবে সমকামীর চরিত্রে আপত্তি নেই’

‘নগ্ন হতে পারব না, তবে সমকামীর চরিত্রে আপত্তি নেই’

বিনোদন ডেস্ক

১১ জুলাই ২০২৩ ১৭:২৯

বিনোদননির্ভর ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন নার্গিস ফাখরি। এই মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নার্গিস।

তবে কোনো কিছুর জন্যই নগ্ন হতে তিনি রাজি নন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে।

অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনই নগ্ন হবো না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে।

তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করব না। সমকামীর চরিত্রে, কিংবা কোনো নারীর সঙ্গে বিবাহিত নারী হিসেবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসেবে যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়াই আমার কাজ।’

তিনি বলেন, বহু মানুষই ওটিটি মাধ্যমে চোখ রাখতে এখনও অস্বস্তিতে ভোগেন। দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে ওটিটিতে অনেক বিষয় রয়েছে, কারোর কোনো কিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সৌন্দর্য। এখানে অনেক বিকল্প আছে।

প্রসঙ্গত, সম্প্রতি আমিশা প্যাটেল মন্তব্য করেন ওটিটি- মানেই শুধু যৌনতার গন্ধ, ওখানে খালি সমকামী, গে, লেসবিয়ানদের গল্প বলা হয়। ভারতীয় দর্শক এখনও স্বচ্ছ, ভালো সিনেমা দেখার অপেক্ষায় থাকেন। আমিশার পর এবার নার্গিস ফাকরির মুখ খোলেন ওটিটি নিয়ে। তবে শুধুই যৌনতা তেমন কথা অবশ্য বলেননি নার্গিস।

উল্লেখ্য, ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নার্গিস ফাকরি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]