14062

04/23/2025 পূর্ণিমার জন্মদিনে কী গোপন রাখলেন চঞ্চল চৌধুরী

পূর্ণিমার জন্মদিনে কী গোপন রাখলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

১২ জুলাই ২০২৩ ০০:৩৯

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। বিশেষ এই দিনে সহকর্মী-ভক্তদের ভালোবাসায় সিক্ত নায়িকা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমার সঙ্গে তোলা অনেক পুরোনো একটি ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ছবিতে দেখা যাচ্ছে- মোবাইল হতে সেলফি তুলছেন পূর্ণিমা। সেই সেলফিতে চঞ্চল চৌধুরী ছাড়াও ধরা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর, অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও চিত্রনায়ক ফেরদৌস।

ছবির ক্যাপশন রহস্যময় করে রাখলেন এই অভিনেতা। যেখানে তিনি লিখেছেন, পূর্ণিমা অনেক বছর আগে নিজে হাতে এই সেলফিটা তুলেছিলেন। অনেক বছর পার হয়ে গেছে, আমরা যা হবার হয়েছি। আর আপনি? থাক, না বলি।

তার এই ক্যাপশন দেখে ভক্তরাও বুঝে নিয়েছেন, চঞ্চল যে অভিনেত্রীর বয়সের বিষয়টিই লুকাতে চেয়েছেন। তারা পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, মাত্র ১৩ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ২০০৩ সালে মুক্তি পাওয়া মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ পূর্ণিমাকে জনপ্রিয়তা এনে দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]