14080

04/20/2025 আ.লীগের সমাবেশ শুরু, বৃষ্টিতে ভিজেই যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

আ.লীগের সমাবেশ শুরু, বৃষ্টিতে ভিজেই যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই ২০২৩ ২১:৪৮

মাত্র কয়েক মিনিট হল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগের শান্তির সমাবেশ। বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ চলছে। সমাবেশস্থলে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।

বুধবারের (১২ জুলাই) এ সমাবেশে যোগ দিচ্ছেন ঢাকার চারদিক থেকে আসা নেতাকর্মীরা। এসময় বৃষ্টির ভোগান্তিতে পড়তে দেখা যায় নেতাকর্মীদের। বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা পেতে যেখানে পারছেন সেখানেই আশ্রয় নিচ্ছেন নেতাকর্মীরা। তবে বৃষ্টিতে ভিজেই সমাবেশে যোগ দিচ্ছেন অধিকাংশ নেতাকর্মীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর জিরো পয়েন্ট থেকে চতুর্মুখী রাস্তাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ মহানগরের দুই শাখার সমাবেশে রাজধানীর আশেপাশের উপজেলাগুলো থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঁশ নিয়ে উপস্থিত হচ্ছেন। হঠাৎ করে বৃষ্টি হওয়ায় নেতাকর্মীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের ছোট ছোট ট্রাক দিয়ে আসতে দেখা যায়। ট্রাকের উপরে কোন ছাউনি না থাকায় নেতাকর্মীদের ভিজতে হয়।

মিরপুর শেওড়াপাড়া থেকে আসা আওয়ামী লীগের এক কর্মী জাবেদ হোসেন বলেন, বৃষ্টি হলেও আমাদেরকে সমাবেশে যেতে হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকার কোন কারণ নেই।

সরেজমিন আরও দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসলেও দীর্ঘ সময় ছিল না। সীমিত সময়ের বৃষ্টি হলেও নেতাকর্মীদের ভোগান্তিতে পড়তে হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]