14084

04/23/2025 বিজয় সেতুপতিকে ‘স্যার’ সম্বোধন শাহরুখের

বিজয় সেতুপতিকে ‘স্যার’ সম্বোধন শাহরুখের

বিনোদন ডেস্ক

১২ জুলাই ২০২৩ ২২:৪০

বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যেই ছবিটির দুই মিনিটের প্রিভিউ ভিডিও ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে।

পাঠানের পর শাহরুখ যে বড় আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছে সেটা বুঝতে বাকি নেই সিনেমাপ্রেমীদের। ‘জওয়ান’-এ শাহরুখকে দেখা যাবে কয়েকটি লুকে। কখনো পর্দায় তিনি হাজির হবেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। কখনো দর্শকদের চমকে দিবেন ন্যাড়া লুকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বিপুল সাড়া ফেলেছে ‘জওয়ান’-এর প্রিভিউ ভিডিও। বিষয়টি নজরে পড়েছে খোদ শাহরুখেরও। এক টুইটবার্তায় সিনেমার সহকর্মী ও নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শুধু ধন্যবাদই নয়, এই ছবিতে অভিনয় করা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকেও ‘স্যার’ বলেও সম্বোধন করেছেন তিনি। যা মুগ্ধ করেছে ভক্তদের।

মঙ্গলবার (১১ জুলাই) টুইটারে অ্যাটলি কুমারের উদ্দেশে শাহরুখ লিখেছেন, ‘স্যার! এত সাড়ার পেছনে আপনিই আসল মানুষ। সব কিছুর জন্য ধন্যবাদ। লাভ ইউ অল।’

এরপর বিজয় সেতুপতির উদ্দেশে বলেছেন, ‘স্যার, আপনার সঙ্গে কাজ করা সম্মানের। শুটিং সেটে আমাকে কিছুটা তামিল ভাষা শেখানো এবং সুস্বাদু খাবারগুলোর জন্য ধন্যবাদ। লাভ ইউ নানবা (তামিল ভাষায় বন্ধু)।’

দক্ষিণী তারকার প্রতি বলিউড বাদশাহর এমন সম্মান প্রদর্শন সকলের প্রশংসা কুড়িয়েছে। কারণ এই সিনেমায় শাহরুখ শুধু একজন অভিনেতাই নন, প্রযোজকও তিনি। তবুও সবাইকেই ভালোবাসার চাদরে রেখেছেন কিং খান।

প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]