14106

09/22/2024 দলের পরিবেশ নিয়ে যা বললেন সাকিব

দলের পরিবেশ নিয়ে যা বললেন সাকিব

ক্রীড়া ডেস্ক

১৩ জুলাই ২০২৩ ২১:০৪

গেল কয়েকদিনে বড় ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে। একে তো আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হার। এ ছাড়া আকস্মিকভাবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত এবং অবসর ভাঙার খবরে অস্বস্তি বিরাজ করেছে ক্রিকেট পাড়ায়।

তামিম ইস্যুতে অনেক পরে হলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দীর্ঘ দিনের সতীর্থ সাকিব আল হাসান। তবে এতদিন গণমাধ্যমের মুখোমুখি হতে হয়নি।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (বৃহস্পতিবার) সিলেটে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে সরাসরি তামিমের অবসর গ্রহণ নিয়ে কোনো কথা না বললেও দলের পরিবেশ ও অবস্থা নিয়ে মুখ খুলেছেন টাইগার অলরাউন্ডার, ‘আসলে দেখেন, বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি আমরা কখনো আনসেটল ছিলাম কিংবা কিংবা এখন আছি। আমি মনে করি পরিবেশ সব সময় ভালো আছে।’

দলের সাফল্য ব্যর্থতার নিরিখে অনেকে ড্রেসিংরুমের পরিস্থিতি পরিমাপ করেন। তবে সাকিবের মতে, আমার কাছে মনে হয় না ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতলে অথবা হারলে।'

সাকিবের চাওয়া কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়, ‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি।'

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায় তত ফলাফল আরও ভালো করে বাংলাদেশ, 'আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।'

সিলেটে টি-টোয়েন্টি সিরিজে বড় বাধা বৃষ্টি। যে কারণে একাদশ নির্ধারণ করার ক্ষেত্রে টস পর্যন্ত অপেক্ষা সাকিবের, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তারপরই একাদশটা ঠিক করতে পারব।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]