14115

01/12/2026 নতুন সিনেমায় ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস

নতুন সিনেমায় ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস

বিনোদন ডেস্ক

১৩ জুলাই ২০২৩ ২০:৫১

‘বাহুবলি’র পর আর তেমন কোনো সিনেমায় সাফল্যের মুখ দেখেননি দক্ষিণী তারকা প্রভাস। সবশেষ ‘আদিপুরুষ’ সিনেমাও বক্স অফিসে ফ্লপ হয়েছে। এরপরও সিনেমায় চুক্তির জন্য পারিশ্রমিক কমাচ্ছেন না এই অভিনেতা।

বলিউড সুত্রের খবর, এই তারকার পরবর্তী ছবি ‘সালারে’-এ অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইতোমধ্যেই নাকি এই পারিশ্রমিকে আরও দুটো ছবি সাইন করেছেন প্রভাস। তবে সেই সিনেমা দুটির নাম এখনও প্রকাশ হয়নি।

এদিকে, প্রকাশ্যে এসেছে ‘সালার’-এর ফার্স্টলুক। যেখানে সাদা কালো পোস্টারে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে অভিনেতাকে। এরপরই ছবিটির টিজার মুক্তি পেয়েছে গত ৬ জুলাই।

বিগ বাজেটের এই সিনেমাকে ঘিরে ভক্তদেরও আগ্রহ তুঙ্গে। বিশেষ করে প্রভাসের পারিশ্রমিকের খবর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে ‘আদিপুরুষ’ সিনেমাতেও নাকি ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছিলেন প্রভাস। যদিও ভক্তদের সেখানে হতাশই করেছেন তিনি।

উল্লেখ্য, ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত ছবি ‘সালার’। যশের চরিত্রের সঙ্গে প্রভাসের চরিত্রকে মিলিয়ে দেওয়া হয়েছে এই ছবিতে। সিনেমায় এই নায়কের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান। চলতি বছর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]