14118

04/20/2025 ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৩ ১৬:৫৫

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক চলছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্যাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাডভোকেট আসাদুজ্জামান বৈঠকে উপস্থিত রয়েছেন।

বিএনপির সঙ্গে বৈঠক শেষে আরও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বসবে ইইউ প্রতিনিধিদল।

এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দুপুর ১২টায় বৈঠকের সময় দেওয়া হয়েছে। বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি হবে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ চারজন বৈঠকে অংশ নিতে পারেন।

ইইউর গুলশানের কার্যালয়ে দুপুর আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছ। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]