14260

04/20/2025 আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই: কাদের

আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৩ ০০:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই।

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মানুষের শক্তি যখন কমে তখন মুখের বিষ বেড়ে যায়। তারা অকথ্য ভাষায় কথা বলে।

বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তরুণ তুর্কিরা হুট করে মাথা গরম করে। মাথা গরম করো না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে আমাদের ভোট বাড়বে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার। কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।

টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’ এ স্লোগানে মুখরিত রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা। এখান থেকেই শুরু হবে আজকের (বুধবার) শোভাযাত্রা। সেখান থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করবে ক্ষমতাসীন দলটি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা শুরু হওয়ার আগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন সাউন্ডবক্সে গান বাজিয়ে, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]