1433

09/19/2024 স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ৩ কিলোমিটার হেঁটে শ্মশানে গেলেন স্বামী

স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ৩ কিলোমিটার হেঁটে শ্মশানে গেলেন স্বামী

রকমারি ডেস্ক

২৮ এপ্রিল ২০২১ ২২:১৩

করোনায় মৃত্যু হয়েছে স্ত্রীর। সে লাশ শ্মশান পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়নি কোনো গাড়ি। শেষমেশ স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে হাঁটলেন স্বামী। ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্মশানে পৌঁছার পর হলো সৎকার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানার কামারেড্ডিতে।

জানা গিয়েছে, মহিলার নাম নাগলক্ষ্মী। নাগলক্ষ্মী এবং তার স্বামী কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়িতে থাকতেন। ভিক্ষা করেই দিন চলত তাদের। গত কয়েক দিন ধরেই তার স্ত্রী খুব অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব ছিল না স্বামীর। স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন কি না তাও জানা হয়ে ওঠেনি। তার আগেই নাগলক্ষ্মীর মৃত্যু হয় রোববার (২৫ এপ্রিল)।

মৃত্যুর পর শেষকৃত্যের জন্য রেলের পক্ষ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় নাগলক্ষ্মীর স্বামীকে। কিন্তু সেই টাকার বিনিময়েও স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও ভাড়া করতে পারেননি তিনি। এলাকায় গুজব ছড়ায়, করোনায় মারা গেছেন নাগলক্ষ্মী। উপায় না দেখে বাধ্য হয়েই স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে হেঁটে হেঁটেই শ্মশানে যান তিনি।

সূত্র: আজকাল

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]