1441

09/19/2024 শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল ২০২১ ১৭:২৬

শ্রীলঙ্কায় জনসমক্ষে বোরখা, নিকাবসহ যে কোনো ধরনের পোশাক যা মুখমন্ডল ঢেকে রাখে সেসব পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দেশটির সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র।

এছাড়া বুধবার রাতে দেশটির জনসুরক্ষা দফতরের মন্ত্রী শরৎ বীরাসেকারা এক ফেসবুক পোস্টে লেখেন- ‘মুখমণ্ডল ঢাকা পড়ে যাবে, বোরখাসহ এ রকম সব আচ্ছাদন এবার নিষিদ্ধ করা হলো।’

২০১৯ সালে বড়দিনে জঙ্গি হামলার পরেও কিছুদিন বোরকা নিষিদ্ধ ছিল শ্রীলঙ্কায়। সেটিকেই পার্লামেন্টে বিলের মাধ্যমে আইন রূপান্তর করা হলো।

সূত্র: আনন্দবাজার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]