14484

04/20/2025 যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২৩ ১৬:৪৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাস স্ট্যান্ডে অজ্ঞাত বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

আজ (বৃহস্পতিবার) ভোরে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ভোর রাতে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়ে পড়ে আছে এমন সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধের নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। কোন বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন সেটাও এখনও জানা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]