14523

04/23/2025 যে কারণে মা হতে চান, জানালেন কিয়ারা

যে কারণে মা হতে চান, জানালেন কিয়ারা

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৩ ১৮:০৪

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। সবে পাঁচ মাস হয়েছে দাম্পত্য জীবনের। এই পাঁচ মাসে ছবি প্রচারের সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। যদিও সেটি ছিল নিতান্তই গুজব। তবে মা হতে চান কিয়ারা, এর পেছনে রয়েছে অভিনব এক কারণ।

এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি মা হতে চান। শুধু মাত্র খাওয়ার জন্য। আসলে চেহারা ও যৌবন ধরে রাখতে খাওয়া দাওয়ার বিধিনিষেধ মানতেই হয় তারকাদের। নিয়মের এক ফোঁটা এদিক ওদিক হলেও ওজন বৃদ্ধির চিন্তা। চিনি থেকে নুন, সব কিছুতেই কড়াকড়ি।

অভিনেত্রী আরও বলেন, আমি মা হতে চাই এই কারণে যে, যেমন ইচ্ছা খাবার খেতে পারব সেই সময়।

পাশপাশি অভিনেত্রী জানান, ছেলে-মেয়ে নিয়ে কোনো কোনো বিশেষ বাছবিচার নেই তার। শুধু চান সুস্থ সন্তান।

সিদ্ধার্থ এবং কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। কিয়ারা এই ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবির সাফল্য উদযাপন করতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থও। সেখানেই আলাপ হয় দু’জনের। সেই পার্টি থেকে সিদ্ধার্থ এবং কিয়ারার বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময়। শেষমেশ পরিচালক কর্ণ জোহরের ঘটকালিতেই নাকি চার হাত এক হয় তাদের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]