14717

04/20/2025 যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট ২০২৩ ১৮:৫৩

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মো. নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) সকালে মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলামের বাড়ি মাতুয়াইলের ওয়াজ কুরুনী আদর্শ নগর এলাকায়।

নুর ইসলামকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রমিজ হাসান বলেন, সকালে মাতুয়াইল ওভার ব্রিজের নিচে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নুর ইসলাম আহত হন। প্রথমে তাকে মাতুয়াইল মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহাতের মেয়ের জামাই শফিকুল ইসলাম বলেন, আমরা এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে মাতুয়াইল মেডিকেলে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]