14770

09/22/2024 ‘ওয়ান্ট টু ম্যারি হিম’, বাবরকে নিয়ে আপ্লুত রমিজ

‘ওয়ান্ট টু ম্যারি হিম’, বাবরকে নিয়ে আপ্লুত রমিজ

ক্রীড়া ডেস্ক

৮ আগস্ট ২০২৩ ২৩:৩৭

এশিয়া কাপ ও বিশ্বকাপের বছরে বেশ ফর্মে আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। জাতীয় দলের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএলে) হাসছে বাবরের ব্যাট।

ফ্র্যাঞ্চাইজি আসরটিতে ব্যাটিংয়ে নামার পর তাকে নিয়ে প্রশংসা করছিলেন স্বদেশি ধারাভাষ্যকার রমিজ রাজা। তবুও যেন তিনি ঠিক মনের ভাবটা প্রকাশ করতে পারছিলেন না, একপর্যায়ে বলে বসেন, ‘আমি স্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই।’

গতকাল (সোমবার) এলপিএলে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের গল টাইটান্স ও কলম্বো স্ট্রাইকার্স। এদিন প্রথমে ব্যাট করে গল ১৮৮ রান সংগ্রহ করেছিল। তবে ম্যাচে ব্যাট করতে নামেননি এই টাইগার অলরাউন্ডার। সাকিবদের প্রতিপক্ষ দলে ছিলেন পাকিস্তানি ব্যাটার বাবরও। তার সেঞ্চুরিতেই কলম্বো ৭ উইকেটের বড় জয় পেয়েছে।

বেফাঁস মন্তব্যের এই শুরুটা হয়েছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে। লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কাকে সঙ্গী করে ওপেনিংয়ে নামেন বাবর। তখন ধারাভাষ্যে থাকা দুজন পাকিস্তানি অধিনায়ককে নিয়ে প্রশংসা করছিলেন। বাড়তি বিশেষণ যোগ করতে আরও এককাঠি সরেষ হয়ে ওঠেন রমিজ। তিনি বলতে থাকেন, ‘নিরাপত্তা, ক্লাস, মান, শান্ত থাকা এমন পরিস্থিতিতে সে-ই এমন লোক, যে ইনিংসকে টেনে নিতে পারবে।’

রমিজের কথার মাঝেই আরেক ধারাভাষ্যকার বলে বসেন, ‘তাকে নিয়ে তোমার আরও বিশেষণ যোগ করা উচিত।’ এরপরই সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘আমি স্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই।’

পরবর্তীতে ওপেনিংয়ে নামা বাবর ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। যে ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। বাবরের ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পায় কলম্বো। এ জয়ে প্লে-অফের দৌড়ে টিকে আছে কলম্বো। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাবরের দশম সেঞ্চুরি এটি। ক্রিস গেইলের পর এ সংস্করণে তিনি একমাত্র ব্যাটার হিসেবে কমপক্ষে ১০টি সেঞ্চুরি করলেন।

এর আগে রমিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি থাকাকালে বাবরকে নিয়ে তার স্পষ্ট পক্ষপাতীত্ব ফুটে ওঠে। যদিও তখনও বাবর মাঠের ধারাবাহিক ফর্ম নিয়ে প্রশংসিত ছিলেন। তবে পিসিবি প্রধানের অকুণ্ঠ সমর্থনের কারণে অনেকের চক্ষুশূলও হয়ে ওঠেন বাবর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]