1490

03/29/2024 ফ্রান্সে যেভাবে রোজা রাখছেন মুসলিমরা

ফ্রান্সে যেভাবে রোজা রাখছেন মুসলিমরা

রকমারি ডেস্ক

২ মে ২০২১ ১৮:২৫

কঠোর লকডাউনে প্রচণ্ড বৈরী পরিবেশে পবিত্র রমজান মাসের রোজা রাখছেন ফ্রান্সের মুসলিম সম্প্রদায়।

টানা দুই বছর ধরে লকডাউনে রোজা রাখছেন তারা। এমনিতেই দেশটির সরকার কট্টর ডানপন্থিদের চাপে কঠোর নজরদারিতে আছেন ফ্রান্সের মুসলমানরা। খবর আরব নিউজের।

তার ওপর লকডাউন এবং বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করার ফলে মসজিদে গিয়ে তারাবিসহ সব ওয়াক্তের নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে।

একসঙ্গে বসে ইফতার ও মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়ার আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে মনোকষ্টের কথা জানালেন প্যারিস উপকণ্ঠের বাসিন্দা লাল্লা আইচা মুজাহিদ।

তিনি বলেন, আগে পরিবারের সবাই একসঙ্গে বসে ইফতার করতাম, অনেক ভালো লাগত। এখন ইফতারের সময় হলে পাশের শহরে বসবাস করা আমার মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের ভিডিও কল দিই।

এতে অন্তত ভার্চুয়ালি তাদের সঙ্গ পাচ্ছি। সন্ধ্যা ৭টার পর কারফিউ থাকায় মসজিদে গিয়ে তারাবি পড়াও দুষ্কর হয়ে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস।

মুজাহিদ বলেন, আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন এবং গুণা ক্ষমা করে দেন। সৃষ্টিকর্তা যেন দ্রুত করোনভাইরাস নামে এ মহামারি থেকে আমাদের মুক্তি দেন। আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]