14943

04/20/2025 খালেদা জিয়াকে নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত

খালেদা জিয়াকে নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৩ ০০:৩৬

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডাকা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে এটি হচ্ছে না।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের চিকিৎসা নিয়ে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ড। তবে তিনি এখনও কেবিনে ভর্তি আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শরীরে জ্বর নেই। কিন্তু লিভার জটিলতা পুরোপুরি সমাধান হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সিদ্ধান্ত হবে- আর কতদিন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]