15033

04/20/2025 খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৩ ২০:৩২

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় দলটির নেতারা লিফলেট বিতরণ করে।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সুস্থভাবে পায়ে হেঁটে খালেদা জিয়া জেল খানায় গিয়েছেন, আর এ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। শতবার বলার পরও তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার। এর পেছনে সরকার কী নীল নকশা করছে, তা জাতি জানতে চায়।

আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, যার কারণে, বেগম জিয়াকে বন্দী করে রেখেছে। কিন্তু কোন লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নিবেন। আপনাদের সময় শেষ। ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। না হলে তার প্রায়শ্চিত্ত করতে হবে এই সরকারকে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]