15051

09/22/2024 যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আকরাম খানের

যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আকরাম খানের

ক্রীড়া ডেস্ক

১৯ আগস্ট ২০২৩ ১৬:৩৪

সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় দুই আসর। এমন দুই ইভেন্ট নিয়ে উৎসাহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। যে তালিকায় আছে দেশের প্রধানমন্ত্রীর নামটাও। খেলার প্রতি যার আগ্রহ সবসময়ই তুঙ্গে।

আর সেকারণেই হয়ত বৃহস্পতিবার গণভবনে বিসিবির দুই পরিচালক আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর খেলাপ্রীতির কথা অজানা নয় কারোরই। বাংলাদেশের বহু জয়ে ভিআইপি গ্যালারিতে লাল-সবুজের পতাকা নিয়ে দেখা গিয়েছে তার হাস্যোজ্জ্বল মুখ। স্টেডিয়ামে না থাকলেও ফোনের ওপাশ থেকে নিয়েছেন খেলার খবর। বিশ্বকাপের আগেও তাই আকরাম খানদের ডেকে নিয়ে আলাপ তার।

তবে এই সাক্ষাতের কথা জানিয়ে সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, 'আমরা মূলত আসলে সৌজন্য সাক্ষাত করতে গেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী খুবই ব্যস্ত ছিলেন তবুও তিনি আমাদের সময় দিয়েছেন। আসলে তামিমের ঘটনার সময় ওনি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন। তখন তো আমি দেশের বাইরে ছিলাম। তো দেশে ফেরার পর সৌজন্য সাক্ষাত করলাম আরকি।'

বিসিবির দুই পরিচালক গিয়েছেন গণভবনে, তাই সৌজন্য সাক্ষাতের দিনেও ক্রিকেটের প্রসঙ্গটাও উঠে এলো ভালোভাবেই, 'ক্রিকেট নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে, তিনি বলেছেন ক্রিকেটটা যেন ভালোভাবে বিশ্বকাপে এবং এশিয়া কাপে হতে পারে, এগুলো নিয়েই এর বাইরে আসলে তেমন কিছু না।

বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনাল খেলার এমন কিছু বলেননি। অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ভালো খেলার কথা বলেন, কখনো প্রেশার দেন না। বাংলাদেশ যেন ভালো করতে পারে, নাম করতে এটাই চাওয়া প্রধানমন্ত্রীর।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]