1520

03/29/2024 মাস্ক পোশাকের অংশ হওয়া উচিত: নিরব

মাস্ক পোশাকের অংশ হওয়া উচিত: নিরব

বিনোদন প্রতিবেদক

৩ মে ২০২১ ১৯:৫৭

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে বাংলাদেশ। অবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। এ অবস্থায় অনেককে বাড়ির বাইরে বের হতে হচ্ছে জীবন-জীবিকার প্রয়োজনে। করোনা মোকাবেলায় বিধি মনে চলার পরামর্শ দিচ্ছেন সরকার থেকে শুরু করে অনেকেই। শোবিজ দুনিয়ার তারকারাও পিছিয়ে নেই। যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করার পরামর্শ দিয়েছেন অনেকেই।

দেশে করোনার এ পরিস্থিতি মানুষের জন্য কী বার্তা দেবেন? এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়ক নিরব বলেন, ‘ঈদ-রোজা, করোনর মৃত্যুর সংখ্যা সব মিলিয়ে আমরা ভালো পরিস্থিতিতে নেই। অবশ্যই আমি বলব, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে আমাদের সব কাজ করা দরকার। যেখানেই যাই না কেন সেখানেই স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।’

আব্বাসখ্যাত এ চিত্রনায়ক আরও বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো মাস্ক ব্যবহার। এখনো অনেকে মাস্ক ব্যবহারে হেলাফেলা করছি। এক বছরের বেশি সময় ধরে আমরা করোনার সঙ্গে যুদ্ধ করছি। কাছের মানুষ, বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্য আমরা অনেকেই হারিয়েছি। এই হারানোর তালিকা আমরা বড় করতে চাই না, হারানো গল্প শুনতে চাই না। তার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার জরুরি।’

ঢালিউডের এ নায়ক মনে করেন, মাস্ক পোশাকের একটি অংশ হওয়া উচিত। মানুষ যেমন পোশাক পরাটকে বাধ্যতামূলক করেছে। তেমনি পোশাকের সঙ্গে মাস্কটাকেও বাধ্যতামূলক করা দরকার। তাহলে সুন্দর পৃথিবী গড়া সম্ভব।

মাইকেল জ্যাকসনের উদাহরণ টেনে নিরব বলেন, ‘মাইকেল জ্যাকসন আমার প্রিয় শিল্পী। উনি ১৫০ বছর বাঁচার জন্য ১১ জন ডাক্তার নিয়ে একটি টিম গঠন করেছিলেন। ডাক্তাররা উনাকে বলেছিলেন, আগামীর পৃথিবীতে অক্সিজেন সংকট হবে। তারপর থেকে উনি অক্সিজেনের রুমে থাকতেন। প্রায় সময় হাতে গ্লাভস আর মুখে রুমাল বেধে রাখতেন। মাইকেল জ্যাকসনের এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। গ্লাভস হয়তো সবসময় পড়া সম্ভব হয় না কিন্তু মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পারি।’নিরবের সঙ্গে মিথিলা, স্পর্শিয়া ও পূজা চেরী। ফেসবুক

এই মুহূর্তে ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক নিরব। এরই মধ্যে শেষ করেছেন একাধিক নতুন সিনেমার শুটিং। বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অনুদানের সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন নিরব। সবশেষ তিনি অভিনয় করেছন, রোজিনা পরিচালিত অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’, আসিফ ইকবাল জুয়েলের ‘চোখ’ এবং অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায়।

এগুলোতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে অর্চিতা স্পর্শিয়া, শবনম ববুলী এবং মিথিলা। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে নিরব অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, অনন্য মামুনের ‘কসাই’। কিছু অংশের শুটিং বাকি আছে বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন নিরব। এ ছাড়া সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-পূজা চেরী।

লকডাউনে এ সময়টাতে নিজেকে ঘরবন্দি করেছেন নিরব। পরিবারের কথা চিন্তা করেই আপাতত বাড়ির বাইরে যাচ্ছেন না তিনি। একান্ত প্রয়োজনে সঠিক স্বাস্থ্যবিধি মেনে বাড়ির বাইরে যাচ্ছেন এ অভিনেতা। তার ভাষায়, ‘সেফটি ফার্স্ট। পরিবারের বাকি সদস্যদের জন্য হলেও আমাকে নিরাপদ থাকতে হয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]