15328

04/09/2025 ‘সুনামি’ সৃষ্টি করবে শাহরুখের জওয়ান-এর ট্রেলার

‘সুনামি’ সৃষ্টি করবে শাহরুখের জওয়ান-এর ট্রেলার

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২৩ ০১:৪৭

ছবি মুক্তির আর দশদিন সময়ও বাকি নেই। তবুও এখনও প্রকাশ পায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ট্রেলার।

তবে বলিউড সুত্রের খবর, আগামী ৩১ আগস্টের মধ্যেই মুক্তি পাবে ছবিটির ট্রেলার। ভক্তরা মনে করছেন, সিনেমা মুক্তির আগেই সুনামির সৃষ্টি করবে ‘জওয়ান’-র ট্রেলার।

তাদের এমনটা মনে করার অবশ্য কারণও রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে বলিউড নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘মাত্র ট্রেলার অব দ্য সেঞ্চুরি’ দেখলাম।’ এতেই ভক্তরা ধরে নিয়েছেন, ‘জওয়ান’-এর ট্রেলার প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, করণ জোহর ‘জওয়ান’-এর ট্রেলার প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন। সূত্র মতে, ‘ট্রেলারটি ইন্ডাস্ট্রির নির্বাচিত কয়েকজন ব্যক্তি দেখেছেন। রেড চিলি এন্টারটেইনমেন্টের অফিসে গত রাতে ট্রেলারটি দেখানো হয়েছে। সকলেই এটিকে ‘এক্সট্রাওর্ডিনারি’ বলেছেন। ট্রেলারটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে প্রতিটি দৃশ্যই টান টান উত্তেজনায় ভরা। বলিউডে বহুদিনের মধ্যে এমন ট্রেলার তৈরি করা হয়নি।’

সূত্র আরও বলছে, ‘ট্রেলারে শাহরুখের ৬-৭টি লুক দেখা গেছে। প্রতিটি লুকের পেছনের গল্প জানতে ইচ্ছে করবে। শাহরুখ এমন কিছু করেছেন যা আগে কখনও দেখেনি কেউ। বেশ কিছু লড়াইয়ের দৃশ্যও আছে।’

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’। এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। শাহরুখ খান ছাড়া এখানে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। ছবিটি প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]