15331

04/15/2025 মিনিটে এক কোটি, সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী

মিনিটে এক কোটি, সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২৩ ০৩:০৩

২০১৩ সালে সানি দেওলের সঙ্গে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউড অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন উর্বশী রাউতেলা। এরপরে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও, ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই বললেই চলে।

তবুও কি না অভিনয়ের জন্য মিনিটে এক কোটি টাকা নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন উর্বশী রাউতেলা।

জানা গেছে, তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির নতুন সিনেমায় মাত্র তিন মিনিটের জন্য পারফর্ম করবেন উর্বশী। তাতেই পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি টাকা। অর্থাৎ এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা। সে হিসেবে আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের ছাপিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়েছেন উর্বশী। অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উর্বশী। সেখানে তাকে এই বিপুল পরিমাণের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রীর ভাষায়, ‘এটা খুবই ভালো একটা বিষয়। যে অভিনেতা বা অভিনেত্রী নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সকলেই এই দিনটা দেখতে পান।’

প্রসঙ্গত, সিনেমা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় উর্বশী। এর আগে হীরার মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় চর্চিত হয়েছিলেন তিনি। এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবর আলোচনায় থেকেছেন অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]