1535

04/19/2024 রাবি উপাচার্যের শেষ সিন্ডিকেট ঘিরে উত্তেজনা

রাবি উপাচার্যের শেষ সিন্ডিকেট ঘিরে উত্তেজনা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

৪ মে ২০২১ ১৭:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ সিন্ডিকেট মঙ্গলবার (০৪ মে) সকাল দশটায় তার বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে উপাচার্যের এই সিন্ডিকেটকে ঘিরে এই মুহূর্তে বাসভবনের সামনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। যারা দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রত্যাশায় রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

এদিকে সিন্ডিকেট বানচাল করার জন্য অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যরা।

প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যরা বলছেন, তারা যেকোন মূল্যেই হোক আজকের সিন্ডিকেট অনুষ্ঠিত হতে দিবে না। আজকের সিন্ডিকেটের মাধ্যমে উপাচার্য অন্যায়ভাবে 'গণনিয়োগ' দিতে পারেন। শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কমিশনের নিষেধাজ্ঞা সত্বেও উপাচার্য নিয়োগ দেয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা আমরা করেছি। এ জন্য সকলের সাহায্য প্রত্যাশা করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]