15424

09/22/2024 শান্তকে উইকেট স্যাক্রিফাইস করেছেন মিরাজ

শান্তকে উইকেট স্যাক্রিফাইস করেছেন মিরাজ

ক্রীড়া ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৭

বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া বাংলাদেশ। নিজেদের আসর শুরুর ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে টিম টাইগার্স। ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন তানজিদ তামিম, নাঈম শেখ, সাকিব ও মুশফিকসহ একের পর এক ব্যাটার।

দলের বিপদের মুহূর্তে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ ভুল বোঝাবুঝিতে রানআউট। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার মেহেদী হাসান মিরাজ। বিপদ আরও বাড়ল বাংলাদেশের। ৫০ ওভার পুরো ব্যাটিং করা নিয়েও আছে সংশয়।

কিভাবে রানআউট হলেন মিরাজ?

মুশফিকের বিদায়ের পর মেহেদি মিরাজ-শান্ত জুটিই ছিল বাংলাদেশের শেষ ভরসা। কিন্তু সেই শেষ সম্বলটুকু যেন বিলিয়ে দিলেন দুই ব্যাটার। ৩৭তম ওভারের তৃতীয় বলটি স্কয়ার লেগে খেলেছিলেন মিরাজ। সেখানে ফিল্ডার থাকায় রান নেওয়ার চেষ্টা করেও দুই-তিন পা এগিয়ে থেমে যান মিরাজ।

কিন্তু অপর প্রান্তে থাকা শান্ত নিজেকে সামলাতে পারেননি। শেষ পর্যন্ত দুই ব্যাটারই এক প্রান্তে ঢুকেছেন। তাতে রাজিথা উইকেট ভাঙলে আম্পায়ার রিভিউয়ে দেখেন শান্ত আগে ক্রিজে ঢুকেছে ফলে সাজঘরে ফেরেন মিরাজ।

রানআউট হতে পারতেন শান্তও। আউট ভেবে হাঁটাও শুরু করেছিলেন শান্ত। আম্পায়াররা থামান তাকে। ড্রেসিংরুমে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে মিরাজকেই। টেলিভিশন রিপ্লে দেখে মনে হচ্ছে, মিরাজ ইচ্ছা করে নিজের উইকেট ‘স্যাক্রিফাইস’ করেছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা শান্তর জন্য!

ধ্বংসস্তূপে একাই লড়ে যাচ্ছেন নাজমুল শান্ত। অপরাজিত আছেন ব্যক্তিগত ৮৯ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৬২ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]