15582

04/11/2025 আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮

টিকটকের পশ্চিমা ব্যবহারকারীদের ওপর চীন সরকার নজরদারি করছে - এমন অভিযোগ দীর্ঘদিনের। সে ভয় দূর করতে ইউরোপে প্রথমবারের মতো ডাটা সেন্টার চালু করেছে টিকটক।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের ব্যবহারকারীদের তথ্য এখন থেকে আয়ারল্যান্ডের ডাবলিনের ডাটা সেন্টারে সংরক্ষিত থাকবে। আগামীতে আয়ারল্যান্ডে ও নরওয়েতে আরো একটি করে ডাটা সেন্টার চালু করা হবে। ইউরোপের ১৫ কোটি টিকটক ব্যবহারকারীর তথ্য এই তিন ডাটা সেন্টারে থাকবে।

এদিকে টিকটকের প্রতি আস্থা বাড়াতে একটি ইউরোপীয় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানকে যাচাই-বাছাই এবং তথ্যের সুরক্ষা নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে এই চীনা অ্যাপ। এই উদ্যোগকে প্রজেক্ট ক্লোভার বলছে টিকটক।

প্রজেক্ট টেক্সাস নামে মার্কিন যুক্তরাষ্ট্রেও এরকম কর্মসূচি পরিচালনা করে টিকটক।

দীর্ঘদিন থেকেই ইউরোপীয় সংসদ, ইউরোপীয় কমিশন ও ইইউ কাউন্সিলের সদস্যদের ফোনে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।ফোনে টিকটক অ্যাপ থাকলে তা থেকে ই-মেইল ও অন্যান্য যোগাযোগের মাধ্যমের তথ্য হাতিয়ে নিতে পারে এমন আশঙ্কা থেকে তা নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]