15892

04/20/2025 বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেয়ে বাসায় ফেরা হলো না রাসেলের

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেয়ে বাসায় ফেরা হলো না রাসেলের

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৩

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের মোড়ে ট্রাকের ধাক্কায় মো. রাসেল (১৭) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মানিক (১৯) ও এনামুল ( ২৩) নামে দুই আরোহী আহত হয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা তাদের এক বন্ধু ইমন জানান, আমরা কয়েকজন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মিরপুর থেকে পুরান ঢাকার নাজিরা বাজারে তেহারি খাওয়ার জন্য যাই।

খাবার খেয়ে মিরপুর যাওয়ার পথে ভোররাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি দ্রুতগামী ট্রাক রাসেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাসেল ওই মোটরসাইকেলটি চালাচ্ছিল। এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হয়।
পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিক ও এনামুল জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

তিনি জানান, রাসেল বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার মো. সিরাজুল হকের ছেলে ছিল। বর্তমানে তারা মিরপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসেলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]