15894

04/09/2025 গদর ২-কে হারিয়ে নতুন রেকর্ড জওয়ানের

গদর ২-কে হারিয়ে নতুন রেকর্ড জওয়ানের

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৩

বক্স অফিসে জওয়ান-এর এবার একের পর এক রেকর্ড ভাঙার পালা। ১৩ দিনেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলল শাহরুখ খানের সিনেমা। এবার শুরু সেরার মুকুট মাথায় পরার পালা।

একটি রিপোর্ট বলছে, মঙ্গলবার জওয়ানের আয় হিন্দি, তামিল আর তেলুগু মিলিয়ে ১৪ কোটি। সোমবারেও তা ছিল ১৬.২৫ কোটি। কর্মব্যস্ত দিনে আবার দ্বিতীয় সপ্তাহে এসে ১৪ কোটি কোনো অংশেই খারাপ নয়।

১৩ দিনে ভারতের বাজার থেকে জওয়ানের মোট আয় ৫০৭.৮৮ কোটি। সোমবারেই ছবিটি টপকে গেছে কেজিএফ ২-কে। যা নিয়ে একটি টুইট করেছিলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, ‘কেজিএফ২-কে টপকে গেল। এবার বাহুবলী ২-এর পালা। ভারতের আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা।

তবে জওয়ান ৫০০ কোটির ঘরে ঢোকার রেকর্ড পাওয়ায় খুশি শাহরুখভক্তরা। এর আগে সবচেয়ে কম সময় লেগেছিল সানি দেওলের গদর ২-এর, ২৪ দিন। পাঠানের লেগেছিল ২৮ দিন। সেখানে জওয়ান তার প্রায় অর্ধেক সময় অর্থাৎ ১৩ দিনে ঢুকে গেল ৫০০ কোটিতে। আর শুধু হিন্দির জন্য জওয়ানের আয় ১৩ দিনে ৪৬০ কোটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]