1604

09/06/2025 নাটোরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা

নাটোরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা

জেলা সংবাদদাতা, নাটোর

৮ মে ২০২১ ১৬:১৬

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মে) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী আলেকা বেগম দম্পতি একাই বাস করতেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বাগাতিপাড়া থানার পরিদর্শক তদন্ত আবু সাদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]