16229

09/22/2024 অধিনায়ক হয়ে গর্বিত শান্ত

অধিনায়ক হয়ে গর্বিত শান্ত

ক্রীড়া ডেস্ক

১৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৩

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। তার পরিবর্তে টস করতে এসেছেন নাজমুল হাসান শান্ত। এরই মাধ্যমে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটল শান্তর। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে অধিনায়ক ছিলেন ইনফর্ম এই ব্যাটার।

বিশ্বকাপের মত মঞ্চে অধিনায়ক হতে পেরে স্বাভাবিকভাবেই গর্বিত এই ক্রিকেটার। জানালেন, ‘আমার এবং পরিবারের জন্য গর্বের মুহূর্ত।’

অধিনায়ক জীবনের প্রথম সিদ্ধান্তে ভারতের বিপক্ষে ব্যাট করতে চেয়েছেন শান্ত। ব্যাট করার পরিকল্পনা প্রসঙ্গে শান্তর ভাষ্য, ‘আমরা আজ ব্যাট করতে চাই। উইকেট সজীব মনে হচ্ছে। আমরা পর্যাপ্ত স্কোর সংগ্রহ করতে পারলে সেটা দলের জন্য ভালো হবে।’

নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচে ভাল করার ব্যাপারে আশাবাদী শান্ত, ‘ভারতের বিপক্ষে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। আশা করি আমরা ফর্ম ধরে রাখবো। এটা একটি দুর্দান্ত ম্যাচ হবে বলে প্রত্যাশা। দর্শকের ভিড় দেখতে আমরা ভালোবাসি। দুই দলকেই তারা সমর্থন করবে বলেই আশা রাখছি।’

ভারতের বিপক্ষে এই ম্যাচে মোট দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। দলে বোলিং ইউনিটে ভারসাম্য আনতেই নেওয়া হয়েছে তাকে। এছাড়া বাংলাদেশ দলে এসেছে আরও এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]