16293

04/23/2025 চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২৩ ০৯:২৮

হৃদরোগে আক্রান্ত হয়ে চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন লি। সাংহাইতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

২০১৩ সালে চীনের রাজনৈতিক ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্থান অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রী হন লি কেকিয়াং। এরপর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ১০ বছর দায়িত্ব পালন করেন তিনি। পরে তার স্থলাভিষিক্ত হন লি কিয়াং।

লি কেকিয়াংকে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল। যদিও ২০১২ সালে সেই জায়গায় বেছে নেওয়া হয় শি জিনপিংকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]