16302

04/11/2025 পুলিশ-বিএনপি সংঘর্ষ: থমথমে কাকরাইল

পুলিশ-বিএনপি সংঘর্ষ: থমথমে কাকরাইল

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২৩ ১৪:২৩

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (২৮ অক্টোবর) বেলা একটার দিকে রাজধানীর কাকরাইল মোড়ের পশ্চিম দিকে এই ঘটনা ঘটে। শেষ খরব পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কাকরাইল মসজিদের সামনের এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে বিএনপির নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধান দুই দলকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে ডাকা সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন নটরডেম কলেজের সামনে। সেখানেও উত্তেজনা বিরাজ করছে।

বড় তিন দল ছাড়াও ছোট ছোট বেশ কয়েকটি দল একই দিন রাজধানীতে সমাবেশ করছে। এতে রাজধানীজুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সকাল থেকে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]