16350

04/20/2025 উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর ২০২৩ ১০:০৭

বিএনপি-জামায়াত ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ রাজধানীর উত্তরায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।

জানা গেছে, বাসটিতে ১০ থেকে ১২ জনের মতো যাত্রী ছিল। হঠাৎ বাসের পেছন দিকে আগুন লাগলে সবাই দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। শেষে তাদের দাবি এক দফায় পরিণত হয়।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। মহাসমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে।

মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সেদিনই হরতাল ডাকে বিএনপি। গত রোববার হরতাল পালন শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরদিন জামায়াতের পক্ষ থেকেও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]