16386

04/20/2025 আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার 

আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর ২০২৩ ১৬:৪৫

তথ্যসহ আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

দেশব্যাপী অবরোধে একের পর এক অগ্নিসংযোগের ঘটনার মধ্যে সোমবার (৬ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

এদিন ডিএমপি হেডকোয়ার্টার্সে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ। সেখানে এমন ঘোষণা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সাম্প্রতিক অগ্নি সন্ত্রাসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রমাণসহ এসব দুর্বৃত্তকে ধরতে পুলিশকে সহায়তা করলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

বিএনপির ডাকা দুই দিনের অবরোধে ঢাকায় অন্তত ১২টি অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]