16460

04/23/2025 ভারতে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬

ভারতে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০২৩ ১৮:০৮

ভারতের জম্মু-কাশ্মীরে পাহাড়ি রাস্তা থেকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে পড়ে ৩৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) সকালে ভূস্বর্গ কাশ্মীরের ডোডা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়ক ধরে ডোডার দিকে যাচ্ছিল। পথে ত্রুঙ্গল-আসারের পাহাড়ি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার ডোডা জেলায় সড়ক দুর্ঘটনা ঘটল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]