16464

04/09/2025 ২০০ কোটির ক্লাবে ‘টাইগার ৩’

২০০ কোটির ক্লাবে ‘টাইগার ৩’

বিনোদন ডেস্ক

১৫ নভেম্বর ২০২৩ ১৯:৩০

সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’ সিনেমা মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। কেবলমাত্র ভারতীয় বাজারে আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি।

বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি রুপি। প্রথম দিনের ৪৪ কোটি ৫০ লাখ রুপি ও দ্বিতীয় দিনের ৫৯ কোটি রুপিসহ তিন দিনে সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ১৪৫ কোটি ৫০ লাখ রুপির বেশি। মঙ্গলবারের শোতে ‘টাইগার ৩’-এর দখল ছিল ৩৩.৫৪ শতাংশ। দিন যতই গড়িয়েছে, দর্শকের চাপ ততই বেড়েছে।

গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং।

এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা দিয়েছেন সালমান ও ক্যাটরিনা। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]