16559

04/12/2025 আরবাজ-আমিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

আরবাজ-আমিশার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২৩ ১৮:১০

লম্বা বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন বলিউড তারকা আমিশা প্যাটেল। ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ নিয়ে এসেছিলেন তিনি। প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ছবিটি। সবমিলিয়ে সাফল্যের জোয়ারে ভেসেছেন আমিশা। সেই রেশ কাটতেই ফাঁস হলো অভিনেত্রীর ভিডিও।

গুঞ্জন ছড়িয়েছে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রেম করছেন আমিশা। এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি ভিডিও। সেখানে আরবাজের সঙ্গে থাইল্যান্ডের একটি নাইটক্লাবে বেশ অন্তরঙ্গভাবে দেখা গেছে আমিশাকে।

ভিডিওতে আমিশাকে কালো স্বল্প দৈর্ঘ্যের বডিকন পোশাকে দেখা গেছে। ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ়। একে অন্যের হাত ছাড়ছেন না তারা। হাতে হাত রেখেই প্রবেশ করেন সেখানে। বেশ খানিক ক্ষণ একসঙ্গে পার্টি করেন তারা। অমিশার ‘গদর ২’ ছবির ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানের ছন্দে পা মেলান। শোনা যাচ্ছে, নাইটক্লাবের উদ্বোধনেই সেখানে যাওয়া।

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি আরবাজ-আমিশা। তাই বলে থেকে নেই নেটাগরিকরা। তাদের ছবি দেখে নেটাগরিকদের ধারণা, হয়তো প্রেমে পড়েছেন আরবাজ়-আমিশা। মন্তব্যের ঘরে বিভিন্ন কথা লিখে যাচ্ছেন তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com