1656

09/20/2024 গিনিতে স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১৫

গিনিতে স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে ২০২১ ১৬:৫৯

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (০৮ মে) দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি অঞ্চলের তাতাকৌরৌ নামক গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

গিনির এক সরকারি কর্মকর্তা আল-জাজিরাকে জানান, নিহত ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা যান। সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। আল-জাজিরা জানায়, ১৪ থেকে ৪০ বছরের মধ্যে নিহত ১৫ ব্যক্তি সবাই পুরুষ। তাদের একটি কবরে সমাহিত করা হয়।

গিনিতে প্রায়ই এমন খনি দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি হিসাবে এই অঞ্চলে ২০ হাজারের বেশি মানুষ স্বর্ণের খনিতে কাজ করেন। এসব স্বর্ণের খনিগুলোতে মূলত কারিগররা সনাতনী পদ্ধতিতে সুড়ঙ্গ করে কাজ করে থাকে। এ কারণে প্রায় খনি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]