1657

09/20/2024 কুকুর-বিড়ালের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ

কুকুর-বিড়ালের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ

রকমারি ডেস্ক

১০ মে ২০২১ ১৭:১০

চলমান মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্বের প্রায় সব দেশ। লকডাউনের ফলে খাবার শূন্যতায় ভুগছে রাস্তাঘাটের কুকুর-বিড়ালসহ নানা প্রাণী। এবার পথ-কুকুরসহ অন্যান্য প্রাণীর খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছে ভারতের ওড়িশা সরকার। ওড়িশার ৫ মেট্রোপলিটন কর্পোরেশন, ৪৮ পৌরসভা এবং আরও ৬১টি এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওড়িশার পাবলিক ইনফরমেশন অধিদপ্তর জানিয়েছে, এসব প্রাণীদের খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ টাকায় ওড়িশার ছোট বড় বিভিন্ন শহরে রাস্তার প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এ কাজ করা হবে।

জানা গেছে, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, রাউরকেল্লা এবং ব্রহ্মপুরের মতো মেট্রোপলিটন শহরে দৈনিক ২০ হাজার টাকা খরচ করা হবে পথকুকুরদের খাওয়াতে। আর অন্যান্য এলাকাগুলোতে দৈনিক ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আর ৬১টি নির্দিষ্ট এলাকার জন্য দৈনিক ২ হাজার টাকা খরচ করা হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]