16602

04/20/2025 যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৩ ১১:০৪

বিএনপির ডাকা সপ্তম দফা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ করে যুবদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা ও বি আজাদ চৌধুরী নাহিদ। বিক্ষোভ মিছিলে বেশ কিছু স্থানীয় নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এক দফা দাবিতে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]