16721

04/20/2025 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকার প্রার্থী আবদুস সবুরের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌকার প্রার্থী আবদুস সবুরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৩ ১১:৩৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ও কুমিল্লা- ১ আসনের নৌকার প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানো শেষে আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দাউদকান্দি-তিতাসের মানুষকে নৌকা দিয়েছেন। দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লার-১ আসনটি উপহার দেব।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো. বশিরুল আলম মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার বাবু, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদসহ অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]