16783

04/17/2025 সহজ জয়ে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

সহজ জয়ে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

ক্রীড়া ডেস্ক

৩ ডিসেম্বর ২০২৩ ১৩:০০

লা-লিগায় কাল গ্রানাদার বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। অবনম অঞ্চলে থাকা এই দলের বিপক্ষে সবশেষ ১৪ ম্যাচের সবকটিতেই জিতেছে লস ব্লাঙ্কোসরা। গতকালও এর ব্যতিক্রম হয়নি। ঘরের মাঠে গ্রানাদাকে ২-০ গোলে উড়িয়ে সহজ জয়ই পেয়েছে কার্লো আনচেলত্তির দল, সেই সঙ্গে ধরে রেখেছে শীর্ষস্থানও।

সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে কাল শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে রিয়াল। আনচেলত্তির শিষ্যরা শুরু থেকেই গ্রানাদাকে চাপে রাখে। অধিকাংশ সময়ই বল নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণ শাণাতে থাকে রদ্রিগো-বেলিংহামরা।

কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না রিয়ালের। অবশেষে রিয়ালের ডেডলক ভাঙেন ব্রাহিম দিয়াজ। ম্যাচের ২৬ মিনিটে টনি ক্রুসের বাড়ানো পাস ধরে দারুণ এক গোল করেন দিয়াজ। ফলে ম্যাচে এক গোলের লিড পায় রিয়াল।

এরপর প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট চারেক আগে ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন বেলিংহাম। কিন্তু ইংলিশ এই মিডিফিল্ডার তা কাজে লাগাতে পারেননি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

বিরতি থেকে ফেরার পরই অবশ্য ফের গোলের দেখা পায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ৫৭ মিনিটে ফের আক্রমণে যান বেলিংহাম, নেন জোরালো শট। তবে লাফিয়ে পড়ে তা ফিরিয়ে দেন গ্রানাদার গোলরক্ষক, তবে একেবারে বিপদ্মুক্ত করতে পারেননি তিনি, বল চলে যায় রদ্রিগোর পায়ে। আর ব্রাজিলিয়ান তারকা এমম সুযোগ পেয়ে সহজের তা পাঠিয়ে দেন জালে। এরপর আরও কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। তবে সেসব কাজে না লাগায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

লিগে কালকের ম্যাচ নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেয়েছেন রদ্রিগো। গোলের দেখা পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ তিন ম্যাচেও। এদিকে এমন জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়েই মুখোমুখি দেখায় পিছিয়ে থাকায় দুইয়ে জিরোনা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]