16874

09/22/2024 ক্রিকেটার সাব্বিরের প্রতারণায় ফাঁসলেন মুক্তার আলী

ক্রিকেটার সাব্বিরের প্রতারণায় ফাঁসলেন মুক্তার আলী

ক্রীড়া ডেস্ক

৬ ডিসেম্বর ২০২৩ ১০:৪০

বিতর্ক আর জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান যেন মুদ্রার এ পিঠ আর ওপিঠ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার যার মাঠের পারফরম্যান্সের চেয়ে ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্ক জড়িয়ে এসেছেন গণমাধ্যমে। একটা সময় ধরা হয়েছিল দায়িত্বশীল এই ব্যাটার হয়তো নিজেকে শুধরে নেবেন। কিন্তু জাতীয় দল থেকে অঘোষিত নির্বাসনে থাকা সাব্বির আবারো অভিযোগের পাতায়। এবার এই তারকা ক্রিকেটারের বিপক্ষে উঠেছে ভয়াবহ জালিয়াতির অভিযোগ।

জানা যায়, সতীর্থ ক্রিকেটার মুক্তার আলীর নামে বিদেশে অপরাধে জড়িয়েছেন তিনি। মামলা খেয়েছেন, সঙ্গে জরিমানার মুখেও পড়েছেন মোটা অঙ্কের। ইংল্যান্ডের ক্রিকেট খেলতে গিয়ে ভেঙেছেন কয়েকটি আইন। গাড়ি পার্কিং করে পুলিশি ঝামেলা বা গতিসীমা ভাঙার কারণে খাওয়া মামলা ছাড়াও প্রতারণার হাত ছড়িয়েছেন বহুদূরে। পুলিশি অভিযোগে ক্লাব থেকে সাব্বিরকে দেশে ফিরিয়ে দেওয়ার পরও ইংল্যান্ডে তিনি বেশ কিছুদিন ছিলেন। তবে চলতি বছরের মাঝামাঝি সেই সময়ে করেছেন ভিন্ন ধরনের জালিয়াতিও।

বেশ কয়েকটি ক্লাব থেকে কয়েকহাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে সাব্বিরের বিরুদ্ধে! কিন্তু এসব কিছু করেও সাব্বির পার পেয়ে গেছেন প্রতারণা করে। কিন্তু ভুগছেন ক্রিকেটর মুক্তার আলী। বেপরোয়া জীবনযাপন আর শৃঙ্খলা ভঙের কারণে সাব্বির প্রতারণা করেছেন রাজশাহীর ক্রিকেটার মুক্তারের সঙ্গে। বাংলাদেশের জার্সিতে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা মুক্তার কখনও ইংল্যান্ডে যাননি। অথচ তিনিই ফাঁসতে চলছেন। যদি কখনও ইংল্যান্ডে যেতে চান তাহলেও পড়বেন বড় বিড়ম্বনায়।

মুক্তারের নামে পুলিশ ফাইল থাকার কারণে ইংল্যান্ডে ঢুকতেও বাধার মুখে পড়তে পারেন। এমনকি গ্রেফতারও হতে পারেন। খোদ মুক্তার আলী এসবের কিছুই জানেন না। বিতর্কত সাব্বির রহমান তার নাম এবং তার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ইংল্যান্ডে বড় জালিয়াতি করেছেন। সেই বাজে কাজের খেসারত মুক্তার আলীকে দিতে হতে পারে।

দেশের একট গণমাধ্যমে মুক্তার আলী বলেন, সাব্বির তার কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইছিলেন। সেটি নিয়েই পরে জালিয়াতি করেছেন। মুক্তার আলী দেশে ফিরে সাব্বিরের বিরুদ্ধে থানায় জিডি করতেও চাচ্ছেন। বিদেশে গাড়ী চালিয়ে আইন ভঙ্গের কাগজগুলো মুক্তারকে দেখানোর পর তিনি বলেছেন, ‘আমি অ্যাকশনে যাবো। সাব্বির যেটা করেছে তা অপরাধ। ইংল্যান্ডে সে যদি কাউকে মেরে ফেলত বা দুর্ঘটনা ঘটাতো, তাহলে তো আমি আরও ফেঁসে যেতাম।’

মুক্তারের আক্ষেপ তার সঙ্গে প্রতারণার বিষয়টি তাকে জানানো হয়নি বলে, ‘পুলিশ তাকে লিগাল নোটিশ দিয়েছে সেটা সে জানে। আমার কাগজ নিয়ে জালিয়াতি করল, কিন্তু আমাকে জানালো না। সে কেস খেয়েও আমার কাছ থেকে লুকিয়েছে। তার তো জানানো উচিত ছিল। এমন একটা ঘটনা ঘটেছে কিভাবে সমাধান করা যাবে-তা সে করে নাই। এটাও অপরাধ। আমি সাব্বিরের বিরুদ্ধে থানায় যাবো।’

এদিকে এ বিষয় নিয়ে সাব্বির জানান, ‘এমন কিছুই হয়নি। যুক্তরাজ্যে এতটা বোকামি চলে না। আর আমার ড্রাইভিং লাইসেন্স থাকতে কেন ওরটা (মুক্তারের) নিব। এসব পুরো তথ্য মিথ্যে, একবিন্দু সত্যতা নেই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]