16956

04/22/2025 বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে মোদি, এই নিয়ে চতুর্থবার

বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে মোদি, এই নিয়ে চতুর্থবার

আন্তর্জাতিক ডেস্ক

৯ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩

বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় এই নিয়ে চতুর্থবারের মতো শীর্ষে উঠলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান গ্লোবার লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকারের সাম্প্রতিক জরিপে জানা গেছে এই তথ্য।

গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই জরিপে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ। কার্যক্রম শেষে ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এই অংশগ্রহণকারীদের ৭৬ শতাংশ তাদের পছন্দের বৈশ্বিক নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন। অন্যদিকে ১৮ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন এবং ৬ শতাংশ পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি।

এ তালিকায় মোদির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তবে দ্বিতীয় স্থানে থাকলেও নরেন্দ্র মোদির চেয়ে বেশ দূরে রয়েছেন তিনি। ৬৬ শতাংশ মানুষ তাকে সমর্থন করেছেন।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট পেয়েছেন ৫৮ শতাংশ মানুষের সমর্থন।

তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (৪৭ শতাংশ সমর্থন), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪১ শতাংশ সমর্থন), বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (৩৭ শতাংশ সমর্থন), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৩৭ শতাংশ সমর্থন) এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (৩৭ শতাংশ সমর্থন)।

গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ের জরিপে জনপ্রিয়তার নিরিখে প্রথম ১০ জনের তালিকায় স্থান করতে পারেননি কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩১ শতাংশের সমর্থন পেয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ২৫ শতাংশ সমর্থন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন মাত্র ২৪ শতাংশ সমর্থন।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও আগস্টের জরিপেও সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক নেতার সম্মান অর্জন করেছিলেন নরেন্দ্র মোদি। বিভিন্ন মার্কিন সংস্থার তত্ত্বাবধানে পারিচালিত হয়েছিল সেসব জরিপ।

তবে এবারের জরিপের ফলাফল অবশ্য মোদির রাজনৈতিক দল বিজেপির জন্য ‘লাভজনক’ হবে বলে মনে করছেন ভারতের রাজনীতি বিশ্লেষকদের একাংশ। কারণ আগামী ২০২৪ সালেই পার্লামেন্ট নির্বাচন হবে দেশটিতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]