16971

09/22/2024 সবচেয়ে বাজে উইকেট বলে গেলেন সাউদি

সবচেয়ে বাজে উইকেট বলে গেলেন সাউদি

ক্রীড়া ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৩ ১০:৩৭

বৃষ্টিতে দেড় দিনের খেলা নষ্ট হওয়ার পরও চার দিনে শেষ হয়ে গেছে মিরপুর টেস্ট। স্পিনারদের দাপটে উইকেটে দাঁড়ানোই চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল ব্যাটারদের জন্য। তাই তো ৪ উইকেটের স্মরণীয় জয়ের পরও উইকেট নিয়ে সন্তুষ্ট নন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ৩৪ বছর বয়সী এ পেসার মিরপুরের উইকেটকে তাঁর দেখা সবচেয়ে বাজে উইকেটের তকমা দিয়েছেন।

১৫ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাউদি। গতকাল সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট সম্পর্কে জানতে চাইলে কোনো রাখঢাক করেননি তিনি, ‘সম্ভবত আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্যের যে ব্যাপারটা, সেখানে বোলারদের পক্ষেই পাল্লা ভারী ছিল। পুরো ম্যাচে খেলা হয়েছে ১৭০ (১৭৮.১) ওভারের মতো, এতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সেদিক থেকে এ জয় আমাদের জন্য ভীষণ আনন্দের।’

উইকেট নিয়ে তিনি আরও বলেন, ‘এখানে রান করা খুবই কঠিন ছিল। এ ধরনের কঠিন উইকেটে ছোট ছোট জুটিগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কন্ডিশনের ভারসাম্য থাকলে এসব বিষয় হয়তো তেমনভাবে চোখে পড়ে না। তবে এখানে আমাদের লড়াই করা, টিকে থাকা সন্তোষজনক ছিল।’

মিরপুরের উইকেটের সমালোচনা করলেও বাংলাদেশের ‘হোম অ্যাডভান্টেজ’ নেওয়ার বিষয়টিতে দোষের কিছু দেখছেন না সাউদি, ‘এখন সবাই ঘরের মাঠের সুবিধা নেয়। তাই তো বিদেশের মাটিতে টেস্ট জেতা এখন ভীষণ কঠিন হয়ে গেছে। সবাই নিজেদের সুবিধামতো উইকেট বানায়। বাংলাদেশও নিজেদের কন্ডিশনে শক্ত প্রতিপক্ষ। আপনি যখন এখানে আসবেন, এখানকার কন্ডিশন যে চ্যালেঞ্জিং হবে, সেটা মাথায় রেখেই আসতে হবে। আমার মনে হয়, তারা সঠিক পথেই আছে। ভারতে গিয়ে জেতা ভীষণ কঠিন। অস্ট্রেলিয়াতে গিয়েও জেতা কঠিন। একই পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে নিউজিল্যান্ডে গিয়ে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]