16979

05/17/2024 সেই ৪০০ রোহিঙ্গা ভিড়ল ইন্দোনেশিয়ায়

সেই ৪০০ রোহিঙ্গা ভিড়ল ইন্দোনেশিয়ায়

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৩ ১২:০৭

প্রায় দুই সপ্তাহ ধরে আন্দামান সাগরে ভাসার পর ‍৪০০ রোহিঙ্গা শরণার্থী বোঝাই দুইটি নৌকা ইন্দোনেশিয়ার সৈকতে ভিড়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। খবর রয়টার্সের

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার স্থানীয় কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করবে না বলে জানালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এসব রোহিঙ্গা শরণার্থীরা ২টি নৌকা করে বাংলাদেশ থেকে এসেছে।

স্থানীয় সময় রোববার রাত ৪টায় নৌকায় করে উপকূলে এসে পৌঁছায় প্রায় ৪০০ শরণার্থী। রোহিঙ্গাদের নৌকা যেখানে পৌঁছেছে সেই আচেহ প্রদেশের পিডি সোশ্যাল এজেন্সির প্রধান মুসলিম বলেছেন, শরণার্থীদের নৌকা যেখানে থেমেছে সেখানেই রাখা হবে। এবার আর সরকার তাদের জন্য কোনো খরচ বহন করবে না।

তিনি বলেন, স্থানীয় সরকার শরণার্থীদের তাঁবু বা অন্য কোনো মৌলিক চাহিদা প্রদানের দায়িত্ব নেবে না।

গত মাসেও ১ হাজারের বেশি রোহিঙ্গা এই উপকূলে এসেছিল। এবার আর স্থানীয় কর্তৃপক্ষ এবং বাসিন্দারা রোহিঙ্গাদের গ্রহণ করতে রাজি নয়। তাদের এবার সমুদ্রে ঠেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]