16983

09/22/2024 রাসেল-নারিনদের হারিয়ে টি-টেনের শিরোপা পোলার্ডদের

রাসেল-নারিনদের হারিয়ে টি-টেনের শিরোপা পোলার্ডদের

ক্রীড়া ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৩ ১২:৩৮

আগেরবার ফাইনালে ওঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি নিউইয়র্ক স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সবচেয়ে সফল দল ডেকান গ্ল্যাডিয়েটর্স। এবার সেই ডেকানকেই হারিয়ে আবুধাবি টি-টেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নিউইয়র্ক। সঙ্গে তারা মধুর প্রতিশোধও পূর্ণ করেছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ডেকানকে ব্যাটিংয়ে পাঠায় নিউইয়র্ক। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি দলটি। ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে তারা। রানতাড়া করতে নেমে নিউইয়র্ক ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।

শিরোপা নির্ধারণী মঞ্চে ২৫ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলী। ১৩ বলে ২২ রান করেন নিউইয়র্ক অধিনায়ক কিরন পোলার্ড। দুজনেই অপরাজিত থেকে নিউইয়র্ককে জিতিয়ে তবে মাঠ ছাড়েন। অথচ এর আগে নিউইয়র্কের শুরুটা ছিল নড়বড়ে। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ-মোহাম্মদ ওয়াসিম দলীয় ৭ রানে সাজঘরে ফিরলে ধাক্কা খায় তারা। ধাক্কা সামলে আসিফ-পোলার্ড দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

এর আগে শুরুটা দারুণ হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ডেকান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিকোলাস পুরানের দল চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল-ডেভিড ভিসার ঝড়ে ৯২ রানের লক্ষ্য দিতে পারে ডেকান। রাসেল ১৮ বলে ৩০ ও ভিসা ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ডেকানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যারিবীয় বিশেষজ্ঞ স্পিনার সুনীল নারিন।

এর আগে ২৮ নভেম্বর আবুধাবি টি-টেনের সপ্তম আসর শুরু হয়েছিল। গতকাল নিউইয়র্কের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামে। এর আগের দুই আসরের চ্যাম্পিয়ন ডেকান এবারও রানার্স-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]