17136

09/22/2024 জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০০

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০০

ক্রীড়া ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪১

বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের সর্বশেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও পথ হারিয়ে ফেলে লঙ্কানরা।

উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের আঁটসাট বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে লঙ্কান যুবারা। ওপেনার পুলিন্দো পেরেরার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৮ রান। ২৯ বলে ৪ চারের মারে এই রান করেন তিনি।

টাইগারদের হয়ে ওয়াসি সিদ্দিকী সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও মাহফুজ রাব্বী।

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, গ্রুপ ‘বি’-এর দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হবে আজ।

আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় যুব টাইগাররা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। আজ জিতলেই সেমিতে চলে যাবে মাহফুজ রাব্বির দল।

আজ দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি লঙ্কান যুবাদের। দলীয় ৩৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে তাদের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]