17150

04/23/2025 ইউটিউবে প্রথম বাংলাদেশি হিসেবে আরজে কিবরিয়ার অর্জন

ইউটিউবে প্রথম বাংলাদেশি হিসেবে আরজে কিবরিয়ার অর্জন

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৩

এফএম রেডিওর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মো. গোলাম কিবরিয়া সরকার। রেডিও জকি হিসেবে যে কজন জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার মধ্যে অন্যতম তিনি। শ্রোতাদের মনে রাজত্ব শুরু করেন আরজে কিবরিয়া হিসেবে।

তারপর কেটে গেছে লম্বা সময়। এফএমের স্বর্ণযুগ হারিয়ে গেছে। কিবরিয়া এখন কনটেন্ট ক্রিয়েটর। নতুন খবর হলো, ইউটিউব ব্লগে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠল আরজে কিবরিয়ার। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই দিয়েছেন।

নেট দুনিয়ায় ‘আপন ঠিকানা’ নামে কনটেন্ট তৈরি করেন কিবরিয়া। এর মাধ্যমে এ যাবত প্রায় সাড়ে তিনশ পরিবার খুঁজে পেয়েছে নিজেদের আপনজন। সেই সুবাদেই তাকে নিয়ে আগ্রহী হয়েছে ইউটিউব।

খবরটি দিতে গিয়ে কিবরিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘হাত কাঁপছে! কী লিখব বুঝতে পারছি না! আলহামদুলিল্লাহ। লিংকে গেলে বুঝতে পারবেন হয়তো। বাংলাদেশের কোনও কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে এটাই প্রথম ইউটিউব ব্লগ পোস্ট। এর আগে বাংলাদেশ থেকে কোনও কনটেন্ট ক্রিয়েটরকে ইউটিউব তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে আনেনি।’

এদিকে ইউটিউব তাকে নিয়ে লিখেছে, “গত তিন বছরে ‘আপন ঠিকানা’র ৪০০টির বেশি পর্ব তৈরি করা হয়েছে। এবং প্রায় সাড়ে তিনশ পরিবারের পুনর্মিলনে সহযোগিতা করেছেন। মহামারির সময় কিবরিয়া তার ‘আপন ঠিকানা’ চ্যানেলটি চালু করেন। ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের একটি অনুষ্ঠান তিনি আগে রেডিওতে করতেন, সেটাকেই নতুনভাবে শুরু করেন। অনুষ্ঠানটির হৃদয়স্পর্শী ও আবেগপূর্ণ ভিডিওগুলো বাংলাদেশে জনপ্রিয়তা পায়।”

এসব বর্ণনার পাশাপাশি কিবরিয়ার একটি ছোট সাক্ষাৎকারও প্রকাশ করা হয়েছে ব্লগে। যেখানে প্রশ্ন-উত্তরে উঠে এসেছে তার ইউটিউব জার্নির নানা গল্প।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]